|| ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি।।
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,গত (৩০ অক্টোবর) বুধবার এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মোঃ জসিম, আরিফ হোসেন, সেলিম মিয়া, জহিরুল ইসলাম,আবু সাঈদ মজুমদার, হারুনুর রশিদ, মোজাম্মেল হোসেন,তাহিদুল ইসলাম।
আগুনে হোটেল, ওষুধের দোকান, মুদি, চায়ের ও সারের দোকান পুড়ে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা হিসেবে আজ (১৮ ডিসেম্বর) বুধবার সকালে প্রত্যেক ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী
চেক প্রদান কালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের নির্দেশক্রমে সহকারী প্রকৌশলী মোঃ মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (৩০ অক্টোবর) বুধবার রাতে আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা বাজারে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে তা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ৯টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ছবি: কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.