|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগরে বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৪
সিরাজুল ইসলাম,কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের কমলনগরে বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চর ফলকন ইউনিয়নে জাজিরা দেওয়ান মার্কেট এলাকায় জাতীয় যুব পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। ইউনিয়ন যুব পরিষদের আহবায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, হাজিরহাট মিল্লাত একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো আলতাফ হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার। উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেএসডি নেতা কামাল হোসেন দেওয়ান, যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক ছবুর খান, শিবির মাহমুদ দেওয়ান,জেএসডি নেতা মো. মোহসীন, সামছল হক হাওলাদার, শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল কাউয়ুম প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.