|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগর উপজেলা প্রেসক্লাব ১২ বছরে পদার্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৪
নবীনগর উপজেলা প্রেসক্লাব ১২ বছরে পদার্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাবেদ আহমেদ জীবন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: যেখানে ঘটনা সেইখানে আমরা এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১২ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার(১২/১২) বিকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, ওসি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মোকলেসুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসীম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ভুঁইয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান। বক্তব্য রাখেন, কৃষক দলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, বিএনপির নেতা দেলোয়ার হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ । এই সময় অত্র অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা ঐতিহ্যবাহী নবীনগর উপজেলা প্রেসক্লাবের ষষ্ঠ নির্বাচনে নির্বাচিত আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটির সভাপতি - সাধারণ সম্পাদকসহ ২১ জনের নামের তালিকা প্রকাশ করে পরিচয় করিয়ে দেন। পরে ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নবীনগরের ৫ জন ছাত্রসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.