|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৪
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ষষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হেবজুল বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম।
মঙ্গলবার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ কাওসার আলম ভূঁইয়া।
মোট ২১ জন ভোটারের মধ্যে ১৭ জন ভোট প্রদান করেন।
সভাপতি পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন হেবজুল বাহার (বিবিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক মাতৃজগত) । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম হাবিবুর রহমান হেলাল পেয়েছেন ৮ ভোট। অপরদিকে সর্বোচ্চ ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জহিরুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল ও রাজধানী টিভি) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পান ০২ ভোট। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মনির হোসেন (দৈনিক খরবপত্র)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.