|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৪
সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আলোচনা সভা
আরিফুল ইসলাম খান সিরাজদিখানঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা : গড়বে আগামীর শূদ্ধতা এই শ্লোগানে মুন্সিগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সভাপতিত্বে,প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জামসেদ ফরিদী,উপজেলা কৃষি অফিসার মোঃ আবু সাইদ শুভ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,ডাঃ তাইফুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, উপজেলার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক বৃন্দ প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির সহ-সভাপতি চৈতি দেবনাথের সঞ্চালনা আরও বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, ছাতিয়ান তলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সরকার, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা কেউ দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না ,যদি কেউ দুর্নীতি করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.