|| ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে ছোটে আসলেন চালক
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৪
অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে ছোটে আসলেন চালক
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি/
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা ১ টি অটোরিকশা (ইজিবাইক) চালকের অবর্তমানে চুরি করে নিয়ে যায়।অটোরিকশাটির মালিক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার এক মাত্র সহায় সম্বল হারিয়ে,পরে কান্নারত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন অটোরিকশাটি ফিরে পেতে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিকশাটি উদ্ধার করা হয়। ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের ( নবীনগর থানা ও অন্যান্য) দীর্ঘ ১ মাসের প্রচেষ্টায় অটোরিকশাটি ফিরে পেয়ে উৎফুল্ল গিয়াসউদ্দিন।
অটোরিকশাটি পেয়ে উচ্ছ্বাসিত গিয়াস উদ্দিন ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসেন। পরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়ে পোস্ট করেন। এছাড়া ইউএনও নিজে নবীনগর থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.