|| ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে গ্রাম পুলিশদের দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্শালা
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬টি ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশদের দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে, রবিবার (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসক সাবিহা ফাতেমাতুজ-জহুরা'র সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউএনও অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সাঈম খান এর সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে দফাদার ও গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ হামিদুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.