|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে মরহুম ইনতাজুল হক ফজিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে মরহুম ইনতাজুল হক ফজিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের নির্বাহী কমিটির সহ-সম্পাদক মরহুম ইনতাজুল হক ফজিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আছর মুন্সিপাড়া গোরস্থান মসজিদে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের (সাবেক অধ্যক্ষ)
প্রফেসর আইয়ুব আলী'র সভাপতিত্বে দোয়া ও স্মৃতি চারণ মূলক আলোচনা সভায় বক্তব্য দেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন,সহ- সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
এ সময় মরহুম ইনতাজুল হক ফজিরের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, মাহমুদ হাসান রাজু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব খয়রুল কবীর,সহ -সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন,সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম রোমানসহ অন্যান্যদের মধ্যে সদস্য মামুন অর রশিদ,শওকত আলী, মেহেদী হাসান জুয়েল, ওয়াহিদ নেয়াজ।
দোয়া পরিচালনা করেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ সুবর্ণ।
একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির প্রয়াত সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.