|| ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে র্যালী ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে র্যালি ও আলোচনা সভা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে নারীর প্রতি সহিংসতা (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) বন্ধে র্যালি, নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাকুন্দা এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পাকুড়তলা সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের “রিয়েক্টস-ইন প্রকল্পের” আয়োজনে ও গ্লোবাল এ্যাফায়ার্স কানাডা (জিএসি)’র সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট প্রকল্পের ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রজেক্ট অফিসার মারুফা খাতুন, মো: সৈয়দ আহম্মেদ, ভগতগাজী উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, পাকুড়তলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রশিদুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় আশ পাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তি, স্থানীয় নারী এবং সংস্থার বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। পরে বিষয়বস্তুর উপরে একটি নাটিকা উপস্থাপন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.