|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
আরিফুল ইসলাম খান সিরাজদিখান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা অঞ্চল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
নির্বাচন কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার
মোহাম্মদ বশির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, সিরাজদিখান থানা ওসি মো. হাফিজুর রহমান, সিরাজদিখান প্রেস ক্ললাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ছাত্র সমাজ রাতুল হাসান শান্ত প্রমুখ।
এ সময় ১২ জন ভিআইপি সহ ২৫০ জনকে তারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র তাদের হাতে তুলেদেন অতিথিবৃন্দরা।পর্যায়ক্রমে উপজেলার ১৪ টি ইউনিয়নের সকল নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তালিকা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী জানুয়ারী মাসের মধ্যে এই বিতরণ কার্যক্রম শেষ করা হবে।
আরিফুল ইসলাম খান সিরাজদিখান
০৩-১২-২০২৪ খ্রি.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.