|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউপি চেয়ারম্যান ও পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দীন মাষ্টার সাজু কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) রাত আনুমানিক দশ টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের একটিয়া বাড়ির পূর্বে সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে দেখতে আসা স্থানীয় এলাকা বাসি ও চেয়ারম্যানের স্বজনরা জানান, তিনি গড়েয়া পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাজ শেষে গড়েয়া থেকে মটর সাইকেলে ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিল মোঃ রইছ উদ্দীন মাষ্টার । এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েক জন দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। চিৎকার করে রক্তাত্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরলে দুর্বৃত্তরা তার সাথে থাকা টাকা ও মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় ।
পরে পথচারিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.