|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ স্মরণে পরিবারে সদস্যদের উপস্থিতিতে স্মারণ সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, জেলা জামায়াতের আমির বেলাল হোসেন প্রধান, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল ইসলাম টুলু, জেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক আহসান হাবিব বাবু প্রমুখ।
স্মারণ সভায় জেলার বিভিন্ন সরকারী- বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জুলাই- আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহিদ আবুসাঈদ মীরমুগ্ধ সহ সকল শহিদদের স্মরণ করে আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.