|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ ।
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শিল্পনগরী মোছাফ্ফাহ ১০ নং সানাইয়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার চরণদ্বীপ পাঠানপাড়া আমিরাতে অবস্থানত প্রবাসীদের উদ্যোগে এক মত বিনিময় সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২শে নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে মোহাম্মদ আলাউদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম খান, জালাল উদ্দিন, নুরুল আবছার খান, মোহাম্মদ আলী খান, শামসু উদ্দিন খান টিপু, আবু হেনা, আবুল হাসেম খান, সাংবাদিক সনজিত কুমার শীল,আবু তাহের খান, বেলাল উদ্দিন খান, ইলিয়াছ খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনুছ তাহেরি, নাতে রাসুল পরিবেশন করেন ফোরকান কাদেরী। অনুষ্ঠানে সংগঠনের জনকল্যাণমূলক বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ওসমান খান সিআইপি।
বক্তব্যকালে পাঠানপাড়া এলাকার সেবামূলক কাজ, সংগঠনের কোন সদস্য প্রবাসে মারা গেলে অথবা কোন ব্যক্তি যদি কোন অসুবিধায় পড়েন এবং এলাকার কোন গরীব পরিবারের মেয়ের বিয়ের আর্থিক সহযোগিতা এবং সদস্যদের কেউ অসুস্থ হলে সহযোগিতা করার ঘোষণা দেন।
এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম, শাহেদ আলম, মোহাম্মদ আলমগীর খান, সবুজ খান, রহিম উদ্দিন খান, রাশেদুল ইসলাম, রোকন উদ্দিন,নেছার খান, শাহাবউদ্দিন খান মিনহাজ, মোহাম্মদ সাহেদ উদ্দিন, রাশেদ খান সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ১১৩ সদস্য বিশিষ্ট পাঠানপাড়া প্রবাসী কল্যাণ সমিতি ঘোষণা করা হয়। এতে আলহাজ্ব মোহাম্মদ ওসমান খান সিআইপি কে সভাপতি, মহসিন খান কে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আলাউদ্দিন খানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলমগীর খান কে সাংগঠনিক সম্পাদক, শাহাবুদ্দিন খানকে অর্থ সম্পাদক করে পাঠানপাড়া প্রবাসী কল্যাণ সমিতি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সকল সদস্য ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.