|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ নভেম্বর সোমবার দুপুরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক প্রদীপ শীল। সদস্য কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মীর মুহাম্মদ আসলাম (দৈনিক আজাদী ও যায়যায়দিন) । বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শফিউল আলম (জনকণ্ঠ ও সুপ্রভাত বাংলাদেশ) ,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আবুল বশর, দৈনিক শাহ আমানতের সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, রাউজান প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন (প্রথম আলো), গাজী জয়নাল আবেদীন জুবায়ের ( ইত্তেফাক ও সিপ্লাস টিভি)। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এম বেলাল উদ্দীন (ইনকিলাব) , সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা (গ্লোবাল টিভি ও সময়ের কাগজ) , সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ), সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ (নয়া দেশ) , মো. হাবিবুর রহমান (আমাদের সময় ) , যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), আমির হামজা (সময়ের আলো) , সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (বাংলাদেশ পোস্ট) ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ মাহমুদ (সকালের সময়) ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত), অর্থ সম্পাদক আনিসুর রহমান (সংবাদ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম), সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী (খোলা কাগজ ও দৈনিক সাঙ্গু। পরে উপজেলা পরিষদ হলরুমে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমার সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.