|| ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ আয়োজনে আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও ইএসডিও’র হেড অব এইচআর আবুল মনসুর সরকার, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, এস এম মোক্তদেরুজ্জমান রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.