|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে
সনজিত কুমার শীল,আরব আমিরাত থেকেঃ
সনাতনীদের অস্তিত্ব রক্ষা করতে একত্রিত হয়ে কাজ করার জন্য সকল সনাতন সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ১৬ ই নভেম্বর সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে এক আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অলক কর্মকারের সভাপতি কে অর্থ সম্পাদক সুজন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবক, ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রকৌশলী উত্তম হাওলাদার, বাদল রায়, সঞ্জয় পাল, পঙ্কজ ঘোষ, প্রদীপ দাশ, মিন্টু মল্লিক, সুজন শর্মা, বিষ্ণু শীল, প্রকৌশলী বিকু রায়, চন্দন নাথ, সনজিত দেবনাথ, কালু দত্ত, সজল নাথ, ইঞ্জিনিয়ার সম্ভুনাথ শীল, বিপ্লব চৌধুরী, সঞ্জীত সূত্রধর, প্রিয় লাল দাশ,দয়াল বৈদ্য, বাসুদেব শর্মা সহ অনেকে। অনুষ্ঠানে আসা অতিথিদের পুষ্প দিয়ে বরণ করা হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূর্গা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মিহির শর্মা, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, পঙ্কজ ঘোষ, ইঞ্জিনিয়ার বিকু রায়, অলক কর্মকার, বাদল রায়,প্রকৌশল উত্তম হাওলাদার, সাংবাদিক সনজিত কুমার শীল, দানবীর অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন প্রবাসে নানা ধর্মীয় অনুষ্ঠান করে নিজের ধর্মকে প্রবাসে ও প্রচার করে যাচ্ছেন তাই সকলের প্রতি ধন্যবাদ জানান। পূর্বের তুলনায় বর্তমানে আমিরাতের বিভিন্ন জায়গায় মন্দির, মণ্ডপ এবং পূজা অর্চনা করে যাচ্ছেন সনাতনীরা। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সনাতনীদের উদ্দেশ্যে করে বলেন সকলে একত্রিত হয়ে সনাতন জাগরণ মঞ্চ ও সম্মিলিত সংখ্যালঘু জোটের একই প্লাটফর্মে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। আজকে সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে সাধু- সন্তু, বিভিন্ন মঠ- মন্দিরের সংগঠন চিন্ময় দাস প্রভুর নেতৃত্বে সনাতনী অস্তিত্ব রক্ষার জন্য সকল সনাতনীদের কাজ করার আহ্বান জানান। পরে দেশ এবং প্রবাসে সকল সনাতনীদের শান্তি কামনায় প্রার্থনা করা হয়।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.