|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
অনলাইন নিউজ ডেক্স,
কবি অথই নূরুল আমিন
আমাদের সমাজের সিংহভাগ সামাজিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, একমাত্র রাজনীতি নামের প্রচারণার জন্য। এখানে প্রতিহিংসার ভাব জন্ম হয়েছে প্রায় সবার মাঝে। লক্ষ্য করে দেখা গেছে যতদিন রাজনীতি থাকবে, ততদিন প্রতিহিংসা ও থাকবে, থাকবে হানাহানি থাকবে খুন খারাপি।
কারণ রাজনীতি হচ্ছে, দৌড়ের ঘোড়ার মত প্রতিযোগিতামূলক একটি পায়তারা সবসময়ই থাকে।
রাজনীতির প্রতিযোগিতা আছে বলেই। সংখ্যালঘু থেকে শুরু করে নিরীহ সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে নির্যাতনের শিকার। অন্য দিকে দেশে যত চাঁদাবাজ এবং বখাটে ওরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের লোক।
রাজনীতির নামে যত সহজে দুর্নীতি করা যায়, এত সহজে অন্য কোনো উপায়ে দুর্নীতি করা সম্ভব নয়। তাছাড়া যত সিন্ডিকেট আছে, ওরাও সবাই বিভিন্ন দলের সদস্য। দেশে সত্যি সত্যি শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে, এখন দরকার জাতীয় ঐক্য মতে সরকার।
জাতীয় ঐক্য মতের সরকারের নিয়ম হবে নিম্নরুপ :
ধাপ (এক )১. সারাদেশের সকল শ্রেণি পেশার জনগণকে প্রথমে পনেরো ক্যাটাগরিতে ভাগ করতে হবে। এবং ওখান থেকে জাতীয় সরকারের ভোটার করা হবে, যার পরিমাণ ছয় হাজার। এটা শুধুমাত্র জাতীয় সরকার সমর্থিত ভোটার মাত্র। উদাহরণ : মাষ্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিষ্টান ধর্ম, বৈদ্ধ ধর্ম, ক্ষুদ্রনৃগুষ্ঠি, ও শিল্পী।
ধাপ ( দুই ) দেশের স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে সিটি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল জন প্রতিনিধি হবে জাতীয় সরকারের ভোটার।
ধাপ (তিন) এইচএসসি থেকে মাষ্টার্স পযর্ন্ত সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী হবে জাতীয় সরকারের ভোটার বা জাতীয় সরকার সমর্থিত প্যানেল মাত্র।
আমাদের দেশে বতর্মান যে অবস্থা আছে। এখানে কোনো রাজনৈতিক ক্ষমতায় এসে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাই দরকার জাতীয় ঐক্য এবং জাতীয় সরকার।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১৭ নভেম্বর ২০২৪
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.