|| ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃত্তি পরীক্ষায় অংশ নিলো চালনা চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
বৃত্তি পরীক্ষায় অংশ নিলো চালনা চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোশিয়েশনের আয়োজনে সমগ্র বাংলাদেশ ব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৪ এর খুলনা কেন্দ্রে দাকোপ উপজেলার সেরা কিন্ডার গার্টের চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলের"শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
দাকোপ বাসী সহ খুলনা অঞ্চলের সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন চিলড্রেন প্রি ক্যাডেট স্কুলের পরিচালক সাগর সেন।গেল বছন কিন্ডার গার্টেন এসোশিয়েশনের আওতায় অনুষ্ঠিত ২০২৩ এর বৃত্তি পরীক্ষায় দেশ সেরা হয় উপজেলা সদর চালনার চিলড্রেন পার্ক স্কুলের মেধাবী শিক্ষার্থী রাইসা বাবুল(পিউ)সে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে ট্যালেন্টপুলে প্রথম স্হান অধিকার করে,বিভাগীয় অঞ্চলের মধ্যে চিলড্রেন পার্ক স্কুলের দুইজন শিক্ষার্থী।১ম স্হান অধিকার করে ১৫ জন বৃত্তি পাওয়ায় সমগ্র খুলনা বিভাগ অঞ্চলের মধ্যে ফলাফলের দিকদিয়ে চিলড্রেন পার্ক স্কুল তৃতীয় স্হান অধিকার করে। সমগ্র দাকোপ বাসী সহ খুলনা বিভাগের সমগ্র মানুষকে অভিনন্দন জানান চিলড্রেন পার্ক স্কুলের পরিচালক সাগর সেন।তিনি বলেন এভাবেই যেন চিলড্রেন পার্ক স্কুলকে বাংলাদেশের মধ্যে শিক্ষার দিক দিয়ে শীর্ষ পর্যায়ে পৌছে দিতে পারি, এটাই সবার প্রত্যাশা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.