|| ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আরব আমিরাতে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাজধানী আবুধাবি শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্নঃ
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৪
গত ৯ই নভেম্বর ২৪ ইং শনিবার বাদে মাগরিব হতে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাজধানী আবুধাবি শাখার একবিংশ "কাউন্সিল অধিবেশন" সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আবুধাবিস্থ মদিনা যায়েদ জিএম ট্রেডিং, মারকাজে আহলেসুন্নাত মিলনায়তনে, মুহাম্মদ আবু জাবেরের পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাক্রমে শায়ের মাওলানা এরশাদুজ্জামান বাবর ও শায়ের ফোরকান ক্বাদেরীর যৌথ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মাওলানা মুহাম্মদ আবুল হাশেম।
বিশেষ অতিথি ছিলেন
আঞ্জুমানে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ইউএই পরিষদের সভাপতি
আলহাজ্ব আ,ন,ম বদরুদ্দীন ও কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সদস্য
আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়্যব সিরাজী
অত্র শাখার শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠক
মুহাম্মদ ইস্কান্দর মির্জা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব জননেতা মুহাম্মদ নাসির উদ্দীন শিকদার।
২০২২-২৪ সেশনের অডিট পাঠ করে শুনান কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা মুহাম্মদ এনামুল হক।
প্রতিবেদন পাঠ করেন অত্র শাখার সাধারণ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন।
উপদেষ্টাদের থেকে আলোচনায় অংশ নেন যথাক্রমে দিদারুল আলম,ইকবাল হোসেন, স-ম-হারুন।
অত্র শাখা থেকে বক্তব্য রাখেন যথাক্রমে
আব্দুল্লাহ্ আল রাসেল, আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ মুছা, কে এম পাভেল তালুকদার, হারুন বাদশা, মুহাম্মদ হোসেন মাছুম ও তসলিম উদ্দীন মিয়াজী।
আরো উপস্থিত ছিলেন যথাক্রমে শওকত আলী, হাছান মনছুর,আমান উল্লাহ আমান, মাহাবুব আলম,আলমগীর খাঁন,শাহাজাহান বাদশা ও মুহাম্মদ ইব্রাহিম প্রমূখ।
মিলাদ ও ক্বিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান
অনুষ্টানের ২য় অধিবেশনে
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আবুল হাশেমের নেতৃত্বে ২০২৪-২৫ সদ্য কার্যকরী পর্ষদ গঠনকল্পে আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান সভাপতি, আব্দুল্লাহ্ আল রাসেল, শওকত আলী, হামিদুল ইসলাম, হাছান মনছুর সহ সভাপতি, ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক, হারুন বাদশা - সহ সাধারণ সম্পাদক, মুহাম্মদ হোসেন মাছুম- সাংগঠনিক সম্পাদক, মাহাবুব আলম সহ সাংগঠনিক সম্পাদক, আবু জাবের অর্থ সম্পাদক, রেজাউল করিম সহ অর্থ সম্পাদক,সাইফুল ইসলাম প্রচার সম্পাদক কে এম পাভেল তালুকদার প্রকাশনা সম্পাদক,তসলিম মিয়াজী- দপ্তর সম্পাদক, ফজলুল বারী রাসেল-সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা নেজাম উদ্দীন আন্তর্জাতিক সম্পাদক, কাজী মুহাম্মদ রাসেলকে সহ আন্তর্জাতিক সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয়।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.