|| ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুবাইয়ে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৪
গত সোমবার (১১ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুবাই সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত সালাউদ্দিনের (৪৫) বাড়ি উপজেলার মেখল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তজু মিস্ত্রি বাড়িতে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে সালাউদ্দিন প্রবাসে পাড়ি জমান। দুবাইয়ের আযমানের হাত্তাত নামক স্থানে তার একটি মোটরপার্টসের ব্যবসা ছিল। কিছুদিন পূর্বে তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় দুবাইয়ে নিজ কর্মস্থল ফিরে যান।
প্রতিবেশী প্রবাসী হাসান দুবাই থেকে মুঠোফোনে জানান, ঘটনারদিন সালাউদ্দিন দুবাইয়ের রাসুলকাইমা নামক শহরে বন্ধুর কাছে বেড়াতে যান। সেখানে বন্ধুকে সাথে নিয়ে রেস্তোরায় খাবার খেতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের লাশ দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ক্লাস নাইনে পড়ুয়া সামির (৯) এবং ইমান উদ্দিন (৩) নামে দুই সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে প্রবাসী সালাউদ্দীনের হঠাৎ মৃত্যুর এ খবর নিজ গ্রামের বাড়ীতে জানাজানি কান্নায় ভারি হয়ে আসে স্বজনদের।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.