|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ধান ক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৪
পাঁচবিবিতে ধান ক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস ও পিছনে হাত বাধা অবস্থায় ধান ক্ষেত থেকে আরাফাত হোসেন (১৮) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
১০ নভেম্বর সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর উত্তর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঐ ভ্যানচালক পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নের ইটা বাওনা গ্রামের মিনহাজ ইসলামের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য গৌরচন্দ্র জানান, সকালে মোলান গ্রামের জনৈক কৃষক মাঠে ধান ক্ষেত দেখতে যায়। এসময় সে তার জমিতে হাত বাধা অবস্হায় একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয় । পরে খবর পেয়ে আমি বিষয়ট পাঁচবিবি থানায় জানাই ।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।ঘটনাস্থলে উপস্থিত কয়েক জনের ধারনা ভ্যান ছিনতায়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, সঠিক ঘটনা উদঘাটনের জন্য বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্হা নেয়া হবে৷
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.