|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কবিতার নাম 💘 হারভাঙ্গা কষ্ট
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৪
অনলাইন নিউজ ডিক্স,,
কবিতার নাম 💘 হারভাঙ্গা কষ্ট
------------------------
🥥 লিখেছেন কবি অথই নূরুল আমিন=
===========
কিছু মানুষের জীবন দেখলাম অনেক কষ্টের
সারাজীবন করছে কষ্ট, কষ্ট গরিব মানুষের
বাল্যকাল থেকে বৃদ্ধ, কষ্ট যেন সারাজীবনের
পায়না মূল্য, হৃদয়ের কান্না আর শরীরের ঘামের।।
একই সমাজে মানুষের অবস্থান ভেদাভেদে
কেউ থাকে শীতল ঘরে, কেউ পোড়া রোদে
কারো হাসি রঙ্গে, আর কেউ দুখে কাঁদে
কেউ করে আরাম আয়েস, কেউ মহাবিপদে।।
বিশেষ করে কষ্ট লাগে, যখন দেখি শিশুশ্রম
বৃদ্ধ লোকটি টানছে রিকশা, কঠিন পরিশ্রম
এতো উচু এতো নীচু মানুষের এই সমাজ যম
দু বেলা দু মুঠো ডাল ভাত তাই এতো শ্রম।।
সমাজ পতিরা সমাজ ব্যবস্থা করে দিল অচল
দিন মুজুরের বেতন কম তাই হচ্ছে না আর সচল
দিন আনে দিন খায়, অর্থহীনরা সব অসচ্চল
কেউ ভাবছে ভাগ্য দোষ, কেউ ভাবছে কর্মফল।।
নিত্য আয়ের মানুষ গুলো আজকে বড় অসহায়
তারা প্রতিদিনই করছে কষ্ট স্ত্রী সন্তানের মায়ায়
সারাজীবন কষ্ট করা মানুষ গুলোর নাই কোনো সহায়
এতো কষ্ট তাদের জন্য, হারভাঙ্গা কষ্ট মানা কি তা যায়?
কষ্টের থেকে আয় কম, শুধু বিত্তবানদের ছাপে
সারাদিনব্যাপী কষ্টের পরে হাজিরা হয় মেপে
অর্থহীনরা করছে চাকরি, শুধু বেচে থাকার তাগিদে
রোগে শোকে পুষ্টিহীনে, তারা আছে মহাবিপদে।।
বিত্তবানরা ইচ্ছে করলে, পারে বেতন বাড়াতে
সরকারেও পারে তাদের জন্য ভালো কিছু করতে
তেপ্পান্ন বছর পার হলো, গরিবেরা গরিব রইল
বিত্তবানরা বিত্তশালী, তারা আরো বড় হইল।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.