|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কবিতার নাম 🏝 সুখ- শান্তি ভালোবাসা
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৪
নিউজ ডেস্ক,,
কবিতার নাম 🏝 সুখ- শান্তি ভালোবাসা
-----------------
কবি ও লেখক অথই নূরুল আমিন
মানব সৃষ্টির আদিম যুগ থেকেই, সকল মানুষেরা
জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত, সুখ - শান্তি ভালোবাসায়
এরকম ভাবনাটাই, সকল মানুষেরা অন্তরে পোষে
মানব জাতি সবাই যেন, একা একাই সুখী হতে চায়।
এখানে আমরা সবাই ঐক্য নই, হিংসা অহংকার
শক্তির ঝনঝনানি, অর্থ বিত্তের দেমাগও চরমে
আমরা সবাই সুখ- শান্তি ভালোবাসা খুঁজছি ঠিকই
কিন্তু গোপনে, একা একা, কেউ যেন না জানে।
এই যে ছলনা, চালাকি, এটা নিজের সাথে প্রতারণা
নিজে সুখী হতে চাই, কিন্তু অন্যের সুখ সহ্য হয়না
সুখ - শান্তি ভালোবাসার ক্ষেত্রে, সবার বদ হজম!
সবসময় হীনমন্যতা, এ যেন আগুনের মৌসুম।
আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই
কবি বলে, সুখ - শান্তি ভালোবাসা মাধ্যম ছাড়া হয়না
আর আমরা বেকুবের মত, সারাজীবন নষ্ট করছি
সেই মাধ্যম, যে মাধ্যম থেকে ভালোবাসা পাওয়া যায়।
একাকিত্ব হচ্ছে, বিষণ্নতা সমান, জ্যান্ত মরা বলা যায়
অথচ থাকতে চাই একা একা, সুখ খুঁজছি মনে মনে
এ যেন আহাম্মকের সমাজ, মানসিকতায় অভাব
চাষ করছি টক ফল, খেয়ে বলছি মিষ্টি কুনে ।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.