|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো -পিআইবির মহাপরিচালক
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২৪
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো
-পিআইবির মহাপরিচালক
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন,দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকতো। কিন্তু গত ১৫ বছরে সেটা ছিল না। সাংবাদিকতার হারানোঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ান বিয়ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভা প্রধানের বক্তৃতায় একথা বলেন। খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।
ফারুক ওয়াসিফ বলেন,গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল।যার কারণে দেশেরপরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা থাকতো,জবাবদিহির জায়গা থাকতো, তাহলে দেশে গণতন্ত্র থাকতো। কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ,দুর্নীতিবাজরা গ্রাস করে ছিল। তারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে ৪ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর আগস্টের প্রথম ৪ দিনে ৫ জন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালনো হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা। সাংবাদিকদের দায়িত্ব বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সাংবাদিকদের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলে জবাবদিহির জায়গা তৈরি হবে। তিনি তথ্যপ্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।খুলনা জেলার ৩৫ সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.