|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির শহীদ বিশালের পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২৪
পাঁচবিবির শহীদ বিশালের পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিতে শহীদ হওয়া কলেজ ছাত্র বিশালের পরিবারের সঙ্গে স্বাক্ষাত করেন নবাগত জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চেীধুরী। শুক্রবার দুপুরে তিনি জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের বাড়িতে যান। এসময় তিনি শহীদ বিশালের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা প্রশাসক মহদোয় বিশালের বাবা-মাকে বলেন, আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে অথবা ইউনএও সাহেবকে জানাবেন। এসময় বিশালের বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার ২০’হাজার টাকা ও পরিবারের সবার জন্য শীতের কম্বল সহ পরিধানের কাপড় প্রদান করেন জেলা প্রশাসক মহদোয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ও বিশালের বাবা মজিদুল সরকার সহ এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন। গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে বিশাল গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে পাঁচবিবি নাকুরগাছী বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজে একাদ্বশ শ্রেণীতে পড়ালেখা করত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.