|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৪
মিরসরাইয়ে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্প্রতিবার ( ৭ নভেম্বর ) বিকেল ৪টায় মিরসরাই পাইলট স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মিছিলে সমাবেশ স্থল সন্ধ্যা নাগাদ জনসভায় রুপ লাভ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও এডভোকেট অলিউল কবির ইকবাল, মিরসরাই কলেজের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, আজিজ চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন, বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, ওলামাদল সভাপতি মাওলানা জমির উদ্দিন, কমিশনার নিজাম উদ্দিন, সাইদুল ইসলাম মামুন, মিরসরাই পৌর বিএনপি নেতা কামরুল হাসান লিটন, খায়ের উল্লাহ, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, উপজেলা ছাত্রদল সভাপতি সরোয়ার হোসেন রুবেল প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক বিশাল র্যালী মহাসড়কের মিরসরাই সদর এলাকা প্রদক্ষিন করে। সমাবেশে বক্তাগন বক্তব্য প্রদানকালে বলেন আজকের এই মহান দিনের চেনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার চূড়ান্ত উল্টরণ ঘটাতে হবে। দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে গণতান্ত্রিক চেতনার বিকাশ সাধন করতে হবে। তিনি বলেন এখনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশ নামক রাষ্ট্রকে পদানত করার জন্য কুচক্রীমহল সদা তৎপর। সুতরাং ১৯৭৫ সালের ৭ নভেম্বরে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তিশৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.