|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফ্যাসিবাদী আওয়ামী সরকার হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছেন – আমীর এজাজা খান
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৪
ফ্যাসিবাদী আওয়ামী সরকার হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছেন - আমীর এজাজা খান
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে,অত্যাচার করেছে, নির্যাতন করেছে এ কথা উল্লেখ করে খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভব্য দলীয় প্রার্থী আলহাজ¦ আমীর এজাজ খান বলছেন, এই আওয়ামী লীগ প্রায় ৩০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭শত মানুষকে গুম করে। হাজার হাজার মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্টা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়,ফ্যাসিষ্টদের পরাজিত করা হয়। তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট পরিচালনার দায়িত্ব পান। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করুন। আগামীতে আপনাদের ভোটে বিএনপি রাষ্টীয় ক্ষমতায় গেলে খুলনার দাকোপ-বটিয়াঘাটা উপজেলার প্রতিটি সড়ক আধুনিকায়নের পাশাপাশি দুইটি উপজেলার প্রাণের দাবী ঝঁপঝপিয়া নদীর উপর সেতু নির্মান করে জনভোগান্তি লাঘব করা হবে।প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে দাকোপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও পৌর সদস্য সচিব আল-আমিন সানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি ও চালনা পৌরসভার যুগ্ম-আহবায়ক দীপক সরদার, আয়ুব আলী কাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ বাচ্চু ফকির, মহিদুল ইসলাম, রাহাত হোসেন লাচ্চু, বিল্লাল মোল্ল্যা, কামরুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মোঃ রউফ সরদার, আঃ রহিম সরদার, সেকেন্দার আলী শেখ, বেনী মাধব বিশ^াস, মউজুদ্দিন সরদার, আঃ বারিক গাজী, তপন মন্ডল, ঈসা গাজী, মনিরুল ইসলাম খান, রাজু হাওলাদার, হালিম হাওলাদার, মানস গোলদার, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম নান্নু, নুর হোসেন, শফিকুল ইসলাম, অমল গোলদার, কৌশল্যা রায়, জান্নাতুল ফেরদাউসী , পারুল বেগম, আবু তাহের, ইফতেকার কবির বাপ্পি, আঃ রাজ্জাক শেখ, জয় বিশ্বাস, মুনসুর আলী মীর, সমির সাহা, আঃ রাজ্জাক মোল্ল্যা, দেলোয়ার হোসেন, হাসমাত খলিফা, আমিনুল ইসলাম বুলবুল, ফয়সাল আলম গাজী, রতন রায়, রবিউল ইসলাম মনা, তারেক গাজী, মিসকাত মোল্ল্যা, মিনারুল গাজী, আজমীর সানা, একরামুল শেখ, প্রসেন রায়, রুম্মন গাজী, আসীফ শেখ, ইয়াছিন শেখ প্রমুখ। সভায় উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামানা করেন নেতৃবৃন্দ। এ সময় একটি বর্নাঢ্য র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.