|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে সিন্ডিকেট বিহীন ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৪
সিরাজদিখানে সিন্ডিকেট বিহীন ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি
আরিফুল ইসলাম খান, সিরাজদিখান প্রতিনিধিঃ
সিন্ডিকেট মুর্দাবাদ, কৃষক জনতা জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আয়োজনে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষকের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৮ থেকে সিরাজদিখান ভূমি অফিস সংলগ্ন রাস্থার পাশে ন্যায্যমূল্যে, উৎপাদিত সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কৃষকের উৎপাদিত পণ্য কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধির মধ্যে জাকারিয়া আহমেদ সাদ, রাতুল হাসান শান্ত, ইয়ামিন শেখ, জুয়েল শেখ গণমাধ্যম কর্মীসহ সাধারণ ক্রেতা ও বিক্রেতা উপস্থিত ছিল চলমান ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.