|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
শ্রীনগর উপজেলা পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৪
শ্রীনগর উপজেলা পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে শ্রীনগর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ০৬ নভেম্বর বুধবার বেলা১১টায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত,পবিত্র গীতা হতে পাঠ এবং জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান টিকে শুরু হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীনগর উপজেলার কো-অর্ডিনেটর মোঃজসিম মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মুন্সী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর জেন্ডার এন্ড ইয়ুথ এমপাওরমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পিস অ্যাম্বাসেডর মুহাম্মদ জাহাঙ্গীর খান, সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিস অ্যাম্বাসেডর দেওয়ান আবুল হাশেম,ঘোষণাপত্র পাঠ করেন শ্রীনগর উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এ-র সভাপতি মোঃআব্দুল লতিফ মিয়া, প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর এস এম এ খালেক, মাসুম খান ডালু, আছিয়া আক্তার রুমু, সিরাজদিখান পিএফজির কোঅর্ডিনেটর রত্না হাওলাদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন,পিএফ জি সদস্য ফরহাদ হোসেন জনি,তরিকুল ইসলাম,শেখ আছলাম,জেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু,উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এ-র দপ্তর সম্পাদক রিমন হোসেন,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগণ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক শ্রীনগর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.