|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির নবাগত ইউএনওকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা প্রদান
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৪
পাঁচবিবির নবাগত ইউএনওকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা প্রদান
সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়, যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান মহদোয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। তিনি এ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর বিভিন্ন সরকারি, বে-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রোভার স্কাউট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিওর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও পরিচয় হচ্ছেন। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খানের সভাপতিত্বে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহদোয়কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান করা হয়। উপজেলার সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানগণ শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান করেন। এসময় একাধিক প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান মহদোয়কে উদ্যেসে বক্তব্যে বলেন, পাঁচবিবিতে আপনাকে স্বাগতম জানাই। শিক্ষকরা আরো বলেন, আপনার দিক-নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা সকল শিক্ষকরা কাজ করে যাব। এসময় ইউএনও মহদোয়ও সকল শিক্ষকদের সহযোগিতা চান। সংবর্ধণায় এসময় উপস্থিত ছিলেন উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, বিরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা নাছরিন, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, দারুল ইসলাহ্ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক ও পাঁচবিবি পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সহ অনেকেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.