|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
শহীদ বিশালের কবর জিয়ারত করলেন পাঁচবিবির নবাগত ইউএনও মোঃ মাহমুদুল হাসান।।
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে শহীদ হওয়া কলেজ ছাত্র বিশালের কবর জিয়ারত করেন জয়পুরহাটের পাঁচবিবিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। গতকাল সোমবার বিকালে তিনি উপজেলার রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে তিনি বিশালের বাড়িতে যান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তাদের খোঁজ-খবর নেন। এসময় তিনি বিশালের বাবা-মাকে বলেন, আপনাদের যেকোন বিষয় আমাকে অবহিত করবেন এবং সার্বক্ষন সঙ্গে যোগাযোগ রাখবেন। শহীদ বিশালের কবর জিয়ারতের সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশালের বাবা মোঃ মজিদুল সরকার, তার দাদা অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম সহ এলাকাবাসী। গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে বিশাল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.