|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
ঘোপালে অসহায় পরিবারের মাঝে পায়রার হুইল চেয়ার বিতরণ
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে দরিদ্র অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে পায়রার কার্যালয় আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিবিপির শাখা পরিচালক জনাব শফিকুল ইসলাম, পরিচালক শিক্ষা ও ট্রেনিং রাকিবুল হাসান রিকু, পায়রার পরিচালক অর্থ জিয়াউল হক মিলন প্রমুখ।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, মানবিক এ সংগঠনটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত রয়েছে, থাকবে ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.