|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পূবাইলে ছাত্রদলের লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল ও গাজীপুর মহানগর ছাত্রদল।
রবিবার (৩নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মাঠ প্রাঙ্গনে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এস এম আবু জাফর, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম,গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কর।গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম।গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন। ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন,সহ দপ্তর সম্পাদক,
মোবারক হোসেন।পূবাইল থানা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রাজিব মিয়া। পূবাইল কলেজ ছাত্রদলের নেতা শুভ ও মো. শিমুল মিয়াসহ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে কলেজের অধ্যক্ষ কাইয়ূম খান এবং ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।এ সময় তারা ছাত্র ছাত্রীদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধালের আলোকে কথা বলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.