|| ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি
দুবাই আল রাশেদিয়াতে বাংলাদেশী একমাত্র রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন।
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
দুবাই আল রাশেদিয়া মেট্রোষ্টেশন এলাকায় বাংলীদেশীদের খাবারের চাহিদা পূরণ করতে,এলাকাটিতে বাংলাদেশী একমাত্র প্রতিষ্ঠান কাবাব আল বাদীয়া রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার জুমা নামাজের পর বাংলাদেশী তিন রেমিটেন্স যোদ্ধার যৌথ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এই সময় তারা বলেন রেস্টুরেন্টে বাংলাদেশী খাবার পরিবেশিন কম মূল্য বিক্রি করা হবে। যদিও এই এলাকায় স্থানীয় আরবি,বাংলাদেশী,ভারতীয় ও পাকিস্তানিদের বসবাস । তবে বিশেষ করে চট্রগ্রামবাসীদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই রেমিটেন্স যোদ্ধাদের ব্যবসায়ে সফলতা কামনা করতে বাংলাদেশ কনস্যুলেট ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
শুরুতে কোরান তেলোয়াত,মোনাজাত ও ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন যৌথ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রাহিম,মোহাম্মদ আবুল মনসুর ও মোহাম্মদ হাসান উদ্দিন।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী রহিম বাবুল,মোহামেদ মঈন উদ্দিন,মঈনুল হেসেন। এই প্রথম বারের মতো অঞ্চলে বাংলাদেশী রেস্টরেন্টের সংবাদ পেয়ে অনেকে ছুতে এসেছিলো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.