|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া যুবদল নেতা টিপু’র সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
সেপাল নাথ,ছাগলনাইয়া
আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা হামলা ও নির্যাতনের শিকার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের মিথ্যা অভিযোগ ও প্রহসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এর সাবেক ছাত্রনেতা ও ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু)।
রবিবার সকালে পৌর শহরে স্থানীয় এক রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ভাবে পাঠ করেন ভুক্তভোগী যুবদল নেতা টিপু।
তিনি জানান স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ি। বিগত আওয়ামী দুঃশাসন কালে হামলা মামলা শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হই। দেশ ছাড়ার পরও অগনিত মিথ্যা মামলা শিকার হই। পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যাকে প্রবাস থেকে দেখতে আসলেও তখনও খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের নির্মম নির্যাতন, হামলা, মামলা শিকার হতে হলো প্রতিনিয়ত।
তিনি আরো জানান, আমার রাজনৈতিক, সামাজিক অবস্থানকে ধ্বংস করার জন্য ও জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল সহ আওয়ামী দোসররা মিথ্যা বানোয়াট কাল্পনিক অভিযোগ করে আসছে বিভিন্ন দপ্তরে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি মিথ্যা অভিযোগ দায়ের কারিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার দলীয় হাইকমান্ড ও নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবদুল মোমিন, আবুল কাশেম সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মজুমদার সহ দলীয় নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.