|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর সিদ্দিকী।
রবিবার বিকেলে স্থানীয় এক রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী উপজেলা বিএনপি কমিটিতে আলমগীর সিদ্দিকীকে যোগ্য পদে পদায়ন করা হয় সে বিষয়ে উপস্থিত নেতাকর্মীরা স্ব-স্ব বক্তব্য তুলে ধরেন।
উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক মো. আবদুল মোমিন ভুঁইয়া বলেন আন্দোলন সংগ্রামে, ভয়ভীতি উপেক্ষা করে যে নেতা সার্বক্ষণিক যোগাযোগ করেছে সে আলমগীর সিদ্দিকীকে উপজেলা বিএনপি কমিটিতে মুল্যায়ন করা হোক।
পৌর যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন সাবেক ছাত্র ও যুবনেতা, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী আন্দোলন সংগ্রামে সার্বিকভাবে সহযোগিতা সহ হামলা মামলা জর্জরিত নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছে। ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু'র ঘোষণা অনুযায়ী ত্যাগীদের মুল্যায়ন করা হবে। তাই উপজেলা কমিটিতে তাকে যেন সঠিক মুল্যায়ন করা হয় দলীয় হাইকমান্ড এর প্রতি আহবান জানাচ্ছি।
উপজেলা বিএনপি সদস্য ও ঘোপাল বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদশা বলেন তাঁর নেতৃত্বে ঘোপাল ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। তাঁর সুচিন্তিত চিন্তাভাবনা কিভাবে দলকে আরো সুসংগঠিত করা যায় সেটাই নিয়ে ভাবেন তিনি। তাই আলমগীর সিদ্দিকীকে উপজেলা কমিটিতে যোগ্য স্থানে পদায়ন করা জন্য জোর দাবি জানাই।
আলমগীর সিদ্দিকী বলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু'র নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত সহ অতীতের তুলনায় বেশি শক্তিশালী। আমি আপনাদের সমর্থন, ভালবাসা ও সহযোগিতায় দলের জন্য কাজ করে যেতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্যাহ্, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরাফাত হোসেন মুন্না প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.