|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৪
"দক্ষ যুবকে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রাতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইলের আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী নারী সানজিদা ইসলাম ছোঁয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব আহমেদ, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন, যুব কাউন্সিলের সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী, পদকপ্রাপ্ত স্বাবলম্বী যুবক মোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নান্দাইলের সমন্বয়ক শাহরব হোসেন দূর্জয়, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.