|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ টি ড্রেজার ও ১১ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ টি ড্রেজার ও ১১ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলায় ৩০ অক্টোবর মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচরে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইজারায় শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫ টি ড্রেজার ও ১২ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা
এসময় নবীনগর থানা পুলিশ ও নৌ পুলিশের ২টি দল সহযোগিতা করেন।
এ বিষয় এ নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান আটককৃত আসামীদের চালান করা হয়েছে ও জব্দ কৃত ড্রেজার গুলো পুলিশ হেফাজতে আছে।
এ বিষয় এ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা জানান মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল খবর পেয়ে অভিযান পরিচালনা করি ৫ টি ড্রেজার জব্দ ও ১২ জন কে আটক করা হয়েছে একজনের বয়স আঠারো বছর না হওয়া মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ও ১১জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ইজারার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.