|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪
ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ
রিয়াজুল হক সাগর,রংপুরঃ
রংপুর মেডিকেল কলেজে নয়া অধ্যক্ষ নিয়োগ দেয়ায় ফুঁসে উঠেছে ক্যাম্পাস। বিক্ষোভ করেছে বৈষ্যম বিরোধী চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষের পদায়ন বাতিল করা না হলে বৃহস্পতিবার থেকে শক্ত আন্দোলনের হুশিয়ারী আন্দোলনকারীদের। বুধবার সকাল ১১টায় কলেজ এলাকায় বিক্ষোভ কর্মসুচি পালন করে আন্দোলনকারীরা। জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আদেশে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।এ নিয়ে বিক্ষোভে ফেটে পরেন আন্দোলনকারীরা, অভিযোগ করেন, অধ্যক্ষ মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক। নয়া অধ্যক্ষ মাহফুজার রহমানের এই কলেজে ঠাঁই নেই বলে অধ্যক্ষের বসার রুম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল, একই বিভাগের সহযোগী অধ্যাপক আদিলুর জামান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ নাসরুল্লাহ সহ সাধারন শিক্ষার্থীরা।এ নিয়ে অধ্যক্ষ অধ্যক্ষ মাহফুজার রহমান তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সাল থেকে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ১৭ জুলাই বদলী করা হয় অধ্যাপক হিসাবে দিনাজপুর মেডিকেলে। আর মঙ্গলবার তাকে অধ্যক্ষ নিয়োগ দেয়ায় একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় তিনি নানাভাবে সহযোগিতা করার দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.