|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪
পাঁচবিবিতে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
৩০ অক্টোবর/২৪জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৫’জন মহিলার মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আইসিটি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মহিলা ই কমার্স কোর্সের আওতায় মহিলাদের মাঝে এসব ল্যাপটপ গুলো বিতরণ করা হয়। বুধবার সকাল ১১’টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে মহিলাদের হাতে ল্যাপটপগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ নূর-আলম সিদ্দিক, আইসিটি টেকনিসিয়ান মোঃ তানভির হাসান, ট্রেনার মোঃ মেহেদি হাসান ও কো-অডিনেটর গ্রাফিক্স এনামুল হক। উপজেলা আইসিটি অফিসার মোঃ নূর-আলম সিদ্দিক বলেন, প্রশিক্ষণ শেষে এরআগে ২’ধাপে ১৬০’জনকে ল্যাপটপ দেওয়া হয়েছে। উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে মোট ১৮৫’জন মহিলার মাঝে ল্যাপটপ বিতরণ করা হয় বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.