|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আলো ও অন্ধকারের লড়াই দিয়ালী ও কালীপুজো
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪
আলো ও অন্ধকারের লড়াই দিয়ালী ও কালীপুজো
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
দীপাবলি বা দিয়ালী হিন্দুদের অন্যতম প্রধানউৎসব যা আলো ও অন্ধকারের লড়াইয়ের প্রতিক।২০২৪ সালে দীপাবলি পড়েছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার।একই দিনে পালিত হবে কালীপুজোযা মূলত সারা দেশে বিশেষভাবে উদযাপিত হয়।
দীপাবলি উৎসবের ইতিহাস বহু প্রাচীন এবং বিভিন্ন পৌরণিক কাহিনীর সাথে জড়িত।প্রধানত এটি রামায়নের কাহিনী অনুসারে পালন করে হিন্দুরা যেখানে ভগবান রাম ১৪ বছরের বণবাস শেষে রাবন কে পরাজিত করে অযোধ্যায় ফিরে আসেন।
অযোধ্যার মানুষ তাদের প্রিয় রাজাকে স্বাগত জানাতে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলে শহর থেকে গ্রামঅজ্ঞল। এছাড়াও, এই উৎসব কৃষ্ণের নারকাসুরকে পরাজিত করার বিজয়কেও স্মরণ করে,, আমাবস্যার রাতে দেবী কালীর পুজো করা হয়,যা সমস্ত নেতিবাচক শক্তিকে দুর করে ইতিবাচকতা ও সমৃদ্ধি আনার উদ্যেশ্যে পালিত হয়।এছাড়াও আতশবাজি ফাটানোও দীপাবলির একটি অংশ যাঐতিহ্যগতভাবে খারাপ শক্তিকে দুর করার প্রতীক হিসাবে দেখা হয়।এইভাবে দিয়ালী ও কালীপুজো শুধুমাত্র ধর্মীয় নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি উৎসব।এটি আলো ও অন্ধকারের প্রতীক হিসাবে মানব জীবনে ইতিবাচকতা আনে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.