|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সিরাজদিখানে
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সিরাজদিখানে
আরিফুল ইসলাম খান সিরাজদিখান :
সিরাজদিখানে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামাত, শিক্ষক সমাজ, আলেম ওলামা, ছাত্র সমাজ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, জামায়াত সভাপতি মাওলানা মো. কবীর হোসেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, থানা ওসি মো. হাফিজুর রহমান সুমন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, ছাত্র সমাজ সদস্য মো. ইয়ামিন শেখ, জাতীয়তাবাদী হিন্দু মহাজোট নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.