|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ভ্রাম্যমান আদালতে আল আমিন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
রাজারহাটে ভ্রাম্যমান আদালতে আল আমিন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর সাথে অশালীন আচরন করায় ভ্রাম্যমাণ আদালতে আল আমিন নামের এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় । দন্ডপ্রাপ্ত যুবকের নাম আল-আমীন (২২)। সে উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে উক্ত যুবক একই গ্রামের হিন্দু পরিবারের এক কিশোরীকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।
এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক যুবক আল-আমীনকে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.