|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে দালাল চক্রের প্রতারণার শিকার বিদেশ ফেরত ব্যক্তির পাশে ওয়্যারবি
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জে দালাল চক্রের প্রতারণার শিকার বিদেশ ফেরত ব্যক্তির পাশে ওয়্যারবি
দালাল চক্রের প্রতারণার শিকার বিদেশ ফেরত ব্যক্তির দের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সীগঞ্জ।
২৯ অক্টোবর বিকেল ৫টায় ওয়্যারবি ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশন এ-র কার্যালয়ে এক অভিযোগ সালিশি অনুষ্ঠিত হয়।সেখানে ভুক্তভোগী রা তাদের অভিযোগ দেন ও তাদের সকল আভনি সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ,ও জিএমসি কমিটির সভাপতি এডভোকেট নাজমা আক্তার নীরা,ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ ওজি এম সি কমিটির অন্যতম সদস্য এবং মুন্সীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ ও জিএমসি কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম কামাল, আরো উপস্থিত ছিলেন সাজতারা আক্তার
(স্বাস্থ্য কর্মী) ও জিএমসি কমিটির সদস্য, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ,মোঃ শাহীন খালাসী (সেন্টার ইন-চার্জ)ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ,মোঃ রেজাউল করিম
(সোসিয়াল মোবিলাইজার)ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সিগঞ্জ,মোসাঃ কামরুন্নাহার (ফিল্ড সহকারী)ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,সাংবাদিক ফরহাদ হোসেন জনি,তন্তর ইউনিয়ন যুবদলের সিঃসহসভাপতি জামাল হোসেন আপন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.