|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মহা ধুমধামে পোষা বিড়ালের বিয়ে দিলেন নাজমা
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
মহা ধুমধামে পোষা বিড়ালের বিয়ে দিলেন নাজমা
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের, কুলিয়ারচর বাজার অগ্রণী ব্যাংকের উপরে ৪র্থ তলার বাসিন্দা মোঃ মোস্তাক আহমেদ মিশু এর স্ত্রী মোছা: নাজমা সুলতানা নিতান্তই গৃহপালিত পশুপ্রেমী মানুষ। গৃহপালিত পশুদের লালনপালন করতে খুব ভালোবাসেন তিনি। সেই ভালোবাসার টানে নাজমা সুলতানা ছয় মাস যাবত দুটি বিড়াল ছানার লালন পালন করছেন। ভালোবেসে সেই বিড়াল দুটির সুন্দর নামও দিয়েছেন, পুরুষ বিড়ালটির নাম রেখেছেন দুষ্ট ও নারী বিড়ালটির নাম রেখেছেন মিষ্টি। গৃহপালিত পশুপ্রেমী বলে পরিচিত এই নারী নাজমা সুলতানা (২৮ অক্টোবর) সোমবার বিকালে মহা ধুমধাম করে পোষা বিড়াল দুষ্ট’র সাথে মিষ্টি’র বিয়ে দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
সোমবার বিকালে বাসার ছাদের উপর বিয়ের প্যান্ডেল ও গেইট সাজিয়ে ২ শত মানুষকে দাওয়াত করে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান করে ১০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করে ৬ মাসের বর দুষ্ট’র সাথে ৫ মাসের কনে মিষ্টি’র বিয়ে দেয়। বিয়েতে বর পক্ষ হিসেবে পৌর শহরের মো. সেলিম মিয়া বরযাত্রীসহ মিষ্টি ও উপহার সামগ্রি নিয়ে কনের বাসায় উপস্থিত হয়।
এসময় কনেপক্ষ গেইট আটকিয়ে বর পক্ষের নিকট থেকে পাঁচ হাজার টাকা আদায় করে গেইটের ফিতা কাটতে দেয়। বরপক্ষ ফিতা কেটে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন।
এ সম্পর্কে নাজমা সুলতানা বলেন, ছয় মাস বিড়াল দুটিকে লালনপালন করেছি, তাই তাদের নিয়ে একটু দুষ্টুমি এবং পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ বিনোদনের উদ্দেশ্যে এ বিয়ের আয়োজন। তিনি আরও বলেন, এ বিয়েতে তার কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.