|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
শান্তুু ধর কচুয়া, প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক পৌরসভার বাসভবন প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধান।লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২৫ অক্টোবর শুক্রবার উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের বিএনপি নাম ধারী মাওলানা আ: লতিফ বজুরীখোলা গ্রামে একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন এবং কচুয়া আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যদি কচুয়া আসনে তার নেতার সাথে নির্বাচন প্রতিদ্বন্ধিতা করলে পরাজিত হবে। তিনি আরো বলেন,আ: লতিফ ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বক্তব্য না দিলে অচিরেই আ: লতিফকে গ্রেফতার ও তার সাথে সহমত পোষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান,যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন মিয়াজী,গাজী শাহজাহান সিরাজী,সদস্য মনির হোসেন খোকা,পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিব ভেন্ডার,সদস্য সচিব আমান উল্যাহ,যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম,আবদুস সালাম প্রধান,এরশাদ উল্যাহ, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,উপজেলা যুবদলের আহবায়ক মো.মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য এডভোকেট মাসুদ প্রধানীয়া,যুগ্ম আহবায়ক গাজী মিয়া,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন,যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন,কামাল হোসেন কামু,উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান,পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল,সাধারন সম্পাদক আ: রশিদ গাজী,পৌর ছাত্রদলের সভাপতি ইমান আলী ও সাধারন সম্পাদক রোমান হোসাইনসহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.