|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে “সাধারন শিক্ষার্থীদের পাশে মহীপুর কলেজ ছাত্রদল
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
পাঁচবিবিতে "সাধারন শিক্ষার্থীদের পাশে মহীপুর কলেজ ছাত্রদল
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে ভর্তি হওয়া সাধারন শিক্ষার্থীদের পাশে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ১১’টায় কলেজ ক্যাম্পাসে যায় ছাত্রদল নেতারা। মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইমানুল রহমান ও যুগ্ন-আহবায়ক মোঃ আল ইমরান মন্ডল পুরো কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন এসময় তারা কলেজের সাধারন শিক্ষার্থীদের খোঁজ খবর নেয় এবং তাদের সঙ্গে কথা বলেন। সাধারন শিক্ষার্থীদের উদ্যেসে ছাত্রদল নেতারা বলেন, আপনারা নির্ভয়ে কলেজে আসবেন ও যাবেন ভয়ের কিছু নেই। এসময় বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উদ্যেসে নেতারা বলেন, কলেজ ক্যাম্পাসে অথবা কলেজে আসা-যাওয়ার পথে কোন প্রকার ইভটিজিংয়ের শিকার হলে বিষয়টা কলেজ ছাত্রদলের যেকোন নেতাকর্মিকে অবহিত করবেন অতিদ্রæত প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে। কলেজের সকল প্রকার শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে আমরা কলেজ ছাত্রদল বধ্যপরিকর। ছাত্রনেতা ইমানুল বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আমরা কলেজ ছাত্রদল সাম্য-মানবিক অধিকার প্রতিষ্ঠায় নিরাপদ ও সৃজনশীল ক্যাম্পাস গড়তে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.