|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে আওয়ামী সরকারের লগি বৈঠার তান্ডবসহ সকল নিহতের স্মরণে জামায়াতের সমাবেশ
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
কুড়িগ্রামে আওয়ামী সরকারের লগি বৈঠার তান্ডবসহ সকল নিহতের স্মরণে জামায়াতের সমাবেশ
মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডবে কুড়িগ্রামসহ সারাদেশে হত্যাকান্ডের শিকার নেতা কর্মীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ জামায়েত ইসলামীর গণ জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন, সাবেক জেলা আমির দেওয়ান আমিনুল ইসলাম, জেলা আমির আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, মজলিশ শুরা সদস্য জহুরুল ইসলাম, জেলা জামায়েতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি মুকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন, শহর শাখার আমির আব্দুস সবুর খান, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আমির ফয়েজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন বলেন, ২০০৬ সালে লগিবৈঠার নৃশংসতায় হত্যান্ডের শিকার হয়েছিল কুড়িগ্রামের রফিকুল ইসলাম সারাদেশের অসংখ্য নেতাকমর্ী। এছাড়াও জুলাই আগষ্ট হত্যাকান্ডের শিকার আবু সাঈদ, মুগ্ধসহ সকল হত্যাকান্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার কার্যকরের দাবি জানান প্রধান বক্তা। এছাড়াও যুদ্ধাপরাধের নামে মিথ্যা মামলায় জামায়াত নেতাদের ফাঁসির তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্ত করে এর সাথে যুক্ত অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে বিচারের দাবি জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.