|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রয়োজন খেলাধুলা
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৪
তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলা প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা।
গতকাল সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি স্থানীয় একটি হোটেল হলরুমে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার চরণদ্বীপ ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত নতুন কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। চরণদ্বীপ ফুটবল একাডেমির সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় উপদেষ্টা প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনিসুর রহমান মঞ্জু, মোহাম্মদ নেছার খান, মনছুর আহমেদ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ মিনহাজ, আব্দুর রহমান খোকন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ লিটন। বক্তারা বলেন চরণদ্বীপ ফুটবল একাডেমী ২০২৩ সাল থেকে ক্রীড়াঙ্গনে তরুণ মেধাবী ও যুব সমাজ গঠন, আত্ম-মানবতার সেবার কাজ করে যাচ্ছেন। চরণদ্বীপ ফুটবল একাডেমি রাজনীতি মুক্ত সংগঠন এখানে এলাকার তরুণ- যুবক নানান অপকর্ম থেকে এই সংগঠনে ফিরে সুন্দর সমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ মুরাদ। গরিব, মেধাবী ও খেলাধুলায় পারদর্শী তরুণদের আর্থিক ভাবে সহযোগিতার করারও আশ্বাস দেন। চরণদ্বীপ ফুটবল একাডেমী দেশ এবং প্রবাসের সকল সদস্যদের প্রতি সুন্দর দেশ গঠনের প্রত্যয় নিয়ে স্পোর্টস কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.