|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি/ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আধুনিক হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লূৎফর রহমান মিঠুর সভাপতিত্বে ও নয়া দিগন্তের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি র.ই. রাফিক সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এসময় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা. এ.বি.এম খয়রুল কবির, বিশিষ্ট সমাজ সেবক ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মুহা. রশিদ আলম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটোরী অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন আহমদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, বিশিষ্ট আইনজীবী ইয়াসিন আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার,সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, শাহ মোঃ নাজমুল ইসলাম, ফাতেমা তু ছোগড়া ও হাসান বাপ্পি প্রমুখ।
সাংবাদিক এম.এ সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম মাওলানা খিজির আহমেদ, লেখক ও কলামিষ্ট আজমত রানা, শ্রমিক নেতা আব্দুল হালিম, শিবির সভাপতি আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন শ্রেনি পেশার নয়া দিগন্তের পাঠক শুভানুধ্যায়ীগণ।
আলোচনা সভা শেষে নয়া দিগন্তের জন্মদিনে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রাফিক সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক নেতৃবৃন্দ ও ছাত্রনেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.